অবতক খবর,২৫ ফেব্রুয়ারি: গত ১৯শে ফেব্রুয়ারি আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল ঘোষ অ্যাকোয়ার কুকর্ম।

পিউরিফায়েড জলে কিলবিল করছে পোকা। শুধু তাই নয়,যে ট্যাঙ্কে জল স্টোর করে রাখা হচ্ছিল সেটিও অত্যন্ত অপরিচ্ছন্ন।

এই খবরই তুলে ধরি আমরা। আর সেই খবরের জেরেই সমস্ত অবৈধ জল কারবারিদের খুঁজে নোটিশ করে পৌরসভা,এমনটাই জানা গেছে । পাশাপাশি ঘোষ অ্যাকোয়ার নামে দায়ের করা হয় F I R.

যার জেরে এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল ঘোষ অ্যাকোয়া।