অবতক খবর,২৩ জানুয়ারি,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: “অপরাজিতা বিল” কে কেন্দ্রীয় সরকারের কাছে পাশ করিয়ে আইনে পরিণত করার দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শ্যামচন্দপুর এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা। পথসভা থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবী জানায় রাজ্য সরকার কর্তৃক মহিলাদের সুরক্ষার জন্য যে “অপরাজিতা বিল” আনা হয়েছে তা কেন্দ্রীয় সরকার, পাশ করছে না।
রাষ্ট্রপতি যাতে এতে শিলমোহর দিয়ে আইনে পরিণত করে, সেজন্য কেশপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবী জানাচ্ছি। পাশাপাশি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত রয়েছে, কথা বলেন কেশপুরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগামী ২৫ শে জানুয়ারি কেশপুরের মুগবাসন এ আইএনটিটিইউসি র জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই জনসভারও প্রস্তুতি বৈঠক হয়। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে, সাধারণ মানুষের কাছে উন্নয়ন রুপে পৌঁছে দিতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস বলেও জানান কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই।
কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, ২৫ তারিখ আইইনটিটিউসির জেলা সম্মেলনে কয়েক হাজার লোকের সমাগম হবে। তিনি আরও জানান, অপদার্থ কেন্দ্রীয় সরকার চরম অসহযোগিতার সঙ্গে অপরাজিতা বিল আইনে পরিণত করতে দিতে চাইছে না। এই “অপরাজিতা বিল” নারীদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করেছে রাজ্য সরকার! যাতে দ্রুত এই বিল আইন এ পরিণত হয় সেজন্যই আমরা পথে নেমেছি। আগামী দিনে এই বিল যদি কেন্দ্রীয় সরকার আইনের পরিণত হতে না দেয়, তাহলে দলনেত্রীর নির্দেশে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস।