অবতক খবর,১০ সেপ্টেম্বর: অপদার্থ সরকার নিপাতযাক- স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল করলো জাতীয় কংগ্রেস। এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কংগ্রেসের এই মিছিল।
মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সামিল ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব সহ দলের সক্রিয় কর্মী ও সমর্থকরা। কংগ্রেসের এই মহা মিছিল শেষ হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন এলাকায়। যেখানে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে আজ অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের বিশাল এক প্রতিবাদ সভা।
এদিন এই মিছিলে সামিল থেকে অধীর বাবু জানান- এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়। বরং আজ যারা এই ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে- যারা এই নৃশংস ঘটনার সঠিক বিচার চাইছে মূলত তাদের সমর্থনে এই প্রতিবাদ মিছিল।