Aabtak Khabar,21 May: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৪ তম মৃত্যু বার্ষিকী।সেই উপলক্ষে ইছাপুর কণ্ঠাধারে আয়োজিত হলো উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। দলীয় কর্মী সমর্থকদের ডাকে সারা দিয়ে বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্য ,উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস সভাপতি নবকুমার মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
এই দিন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামীকাল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন থানায় থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় চালানো অপপ্রচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
প্রসঙ্গত উত্তরবঙ্গ সম্পর্কে মুখ্যমন্ত্রী পুলিশের একাংশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন।সেই কটাক্ষের জবাব দিয়ে তিনি বলেন আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের শিক্ষা মন্ত্রীর শিক্ষা ব্যবস্থার একাংশ জেলে তাও সরকারের কোন হেলদোল নেই। এই অপদার্থ সরকারের জন্যই আজ সমাজ গড়ার কারিগর শিক্ষকরা বিকাশ ভবনের সামনে রাস্তায় বসেছে। এটা দেশের ইতিহাসে নির্লজ্জতম ঘটনা।