অবতক খবর,৫ জানুয়ারি,জ্যোতির্ময় মণ্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর গ্রামের প্রায় ২১ তম বছরের শ্রীশ্রী গ্রহরাজের বাৎসরিক পুজো পৌষমাসের প্রথম যে শনিবার পরে প্রত্যেক বছর সেই শনিবারে এই এই পূজা অনুষ্ঠিত হয়। পূজার উদ্যোক্তারা কুন্তল চক্রবর্তী জানান এই পুজো এই বছর ২১ তম বছরে পদার্পণ করে।, গত ২১ বছর আগে মন্তেশ্বরের রাউতগ্রাম বাজার সংলগ্ন এলাকায় প্রায় দুর্ঘটনা হত, এবং অনেক মানুষজনদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও মৃত্যু হয়েছে, ।
সেই সময় রাউতগ্রামের
গ্রামবাসীর সহযোগিতায় রাউতগ্রামের কয়েকজন যুবকদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দূর্ঘটনা কবল এলাকায় তথা রাউতগ্রাম বাজার সংলগ্ন এলাকায় পৌষ মাসের মাঝামাঝি শনিবার শ্রী শ্রী গ্রহরাজের পূজার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই এই পূজা হয়ে আসছে।
এখন এই পূজা গ্রামবাসীর সহযোগিতায় সার্বজনীন হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই আজ হরিনাম সংকীর্তন , হোম যজ্ঞের মাধ্যমে পূজা অর্চনার , আরতির মাধ্যমে ও দুপুরে শ্রী শ্রী গ্রহরাজের মন্দির প্রাঙ্গন তলায় রাউতগ্রাম সহ আশপাশ গ্রামের ১০ থেকে ১২ হাজার মানুষজনদের বসিয়ে অন্ন ভোগ খাওয়ানোর মাধ্যমে রাউতগ্রাম বাজার মোড় এলাকার শ্রী শ্রী গ্রহরাজের আনন্দ উৎসাহের সঙ্গে দুই দিনের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়।
এই দুই দিন বাউল , নাচ, গান, সহ আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন আছে বলে জানান উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, সহ মন্তেশ্বর ব্লক এলাকার বিশিষ্ট মাস্টার ও গুণীজনেরা।