অবতক খবর,২০ জুলাই,মলয় দে নদীয়া :ফুলিয়াতে 12 নম্বর জাতীয় সড়কে আন্ডার পাশে জমা জল এবং বিকল্প আরেকটি আন্ডারপাসের দাবিতে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কে সঙ্গে নিয়ে ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার সোসাইটির তরফে এলাকা পরিদর্শন এবং শান্তি বিক্ষোভ।
শনিবার সকাল হতেই ফুলিয়া আন্ডার পাশে জমে থাকা জল এবং মানুষের নিত্য যাতায়াতে হয়রানি তৎসহ ফুলিয়া 12 নম্বর জাতীয় সড়কের ওপরে ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাগ্রস্ত জায়গা চিহ্নিতকরণ করে অবিলম্বে নতুন আরেকটি বিকল্প আন্ডার পাশের দাবিতে শান্তি বিক্ষোভ, এবং এলাকা পরিদর্শন করলেন শান্তিপুরের বিধায়ক এবং ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার সোসাইটির।
এদিন বিজনেস ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে আপামর ফুলিয়া বাসি এবং বেলঘড়িয়া ১ নম্বর অঞ্চলের উপ প্রধান উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে। বিধায়কের কাছে ফুলিয়া বাশি এবং ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে দাবি রাখা হয়, অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আরেকটি আন্ডার পাস যাতে এই রাস্তার ওপর করা হয়।তাতে করে সাধারণ মানুষ নিত্যযাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কোনো যাতে অসুবিধা না হয় তার পাকাপোক্ত বন্দোবস্ত করার।
যদিও শান্তিপুরের বিধায়ক আগামী রবিবার পর্যন্ত সময় নিয়েছেন এবং পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কতটা এই অসুবিধার শুরাহা করা যায় তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তবে ব্যবসায়িক সংগঠনের দাবি যদি এর পরেও কোনো রকম আই সমাধান না হয় তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন।