অবতক খবর,৭ অক্টোবর,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বেসরকারি হল ঘরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী সদস্য বৃন্দদের প্রশিক্ষণ ও কর্মশালা। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদলের শুভেন্দু অধিকারী জানান কামদুনি কাণ্ডে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়া প্রসঙ্গে বলেন রাজ্য সরকারের পি পি রা ওসিআইডিরা ঠিকঠাক পারফরম্যান্স করলে এ জিনিষ হতো না, সুপ্রিম কোর্টে বাদীরা যাবে মৌসুমী কয়েলের সঙ্গে আমার কথা হয়েছে তাদেরকে পূর্ণ সাহায্য করবো সিনিয়র লইয়ার অ্যাপয়েন্ট করে দেব এবং তারা আজকে তিনটের সময় একটি অরাজনৈতিক তার প্রতিও আমার নৈতিক সমর্থন আছে আমাকে আমন্ত্রণ করেছিল আমার কাজ থাকায় যেতে পারছি না কিন্তু আমার শুভানুধ্যায়ীদের ওখানে যাওয়ার কথা বলেছি। এবং রাজ্য সরকার তাদের নিরাপত্তা না দিলে সোমবার থেকে প্রাইভেট নিরাপত্তা এজেন্সির মাধ্যমে নিয়োগ করবো। পাশাপাশি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী করেন বিরোধী দলনেতা।