অনুপ্রেরণায় বঙ্গোপসাগরীয় এই উপত্যকায় সব কিছু হয়!কন্যাশ্রী, যুবশ্রী,রূপশ্রী হয়। এখন কি নয়া প্রকল্প অনশনশ্রীও চালু হবে?

অনশনশ্রী
তমাল সাহা

মা অসুস্থ অনশনে
মায়ের সঙ্গে আমরাও আছি লড়াইয়ের ময়দানে।
‘আমার মাকে বাঁচান’—
প্ল্যাকার্ড ছেলেটির হাতে।
কে বাঁচাবে?
যিনি বাঁচাবেন তিনি আছেন মৌতাতে।

মা চায় মর্যাদা সমবেতন।
এক টাকা নিয়ে নাকি শাসকের এই সুখী জীবন!
ছাদের উপর টালি, ছাদের নীচে এসি।
এটা কি খুব বেশি!

তুমি মাস্টারমশাই!
শুধু খাই খাই
কুকুরের মতো ঘেউঘেউ।
তোমাদের কেন বাড়বে বেতন
তোমরা কি এমএলএ-মন্ত্রীর কেউ?

মা মাটি মানুষ
মানতে হবে কে দিয়েছে এমন মাথার দিব্যি?
এ তো স্লোগান মাত্র এখনও বুঝিসনি!
শুনতে ভারি হেব্বি!

মা মাটি মানুষ—
ম-য়ের এই অপূর্ব অনুপ্রাস।
দেখো অনুপ্রেরণার প্রাবল্য
কিভাবে কেড়ে নেয় তোমার
মুখের গ্রাস!