অবতক খবর,১০ মার্চ: বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইউসুফ পাঠান। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন একজন ভারতীয় দলের ক্রিকেট খেলোয়াড়কে মমতা বন্দোপাধ্যায় সম্মান জানাতে জানেন না।

যদি সত্যিই তাকে সম্মান জানাতেন তাহলে যেখানে উনি চিটফান্ডের লোককে রাজ্যসভায় নিয়ে যাচ্ছে সেখানে ইউসুফ পাঠানের মত ভারতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় কে রাজ্যসভার সদস্য করে তিনি সম্মান জানাতে পারতেন।

আমি আমাদের দলীয় মিটিংয়ে অনেক বাড়ি বলেছি যে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি কোন না কোন মুসলিম প্রার্থী দিবে। এ বিষয়ে তাদের রাজনৈতিক একটি ব্যাখ্যা আছে, বহরমপুর লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটকে বিভাজন করা।