অবতক খবর,১২ নভেম্বরঃ ইসলামপুর শহরের একমাত্র নেতাজি সুভাষ চন্দ্র মঞ্চ (পাবলিক হল) ভেঙে বহু বছর ধরে অচলাবস্থায় আটকে একটি অডিটোরিয়াম তৈরির পরিকল্পনার কারণে চরম বিপাকে পড়েছেন ইসলামপুরের সংস্কৃতিপ্রেমীরা ও সাংস্কৃতিক জগতের শিল্পীরা। পাবলিক হলটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপ ও জঙ্গলে। পাবলিক হলের নতুন অডিটোরিয়াম তৈরির কাজ শুরু না করার জন্য বিজেপি এবং সিপিএম প্রশাসন ও সরকারকে দোষারোপ করছে।নেতাজি সুভাষ মঞ্চ কয়েক বছর আগে নতুন অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা করেছিল এর জরাজীর্ণ অবস্থার কারণে।

শুরুতে কিছু কাজও এগিয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে কাজ আটকে যাবার জেরে সংস্কৃতিপ্রেমীরা ক্ষুব্ধ, একই রাজনৈতিক দলগুলো এ জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করছে। সংস্কৃতিপ্রেমীরা বলছেন, ইসলামপুরে কোনো সাংস্কৃতিক প্লাটফর্ম না থাকায় শিল্পীরা তাদের চর্চা ও অনুষ্ঠান করতে পারছেন না। রাজ্য সরকার এবং প্রশাসনকে দায়ী করে, বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন যে তারা প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসংঘে কথা বলেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে ওই প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসন এবং পৌরসভার কাছ থেকে নথি চেয়েছিলেন, কিন্তু তারা তা পাননি ফলে তারা কেন্দ্রর কাছে আবেদন জানাতে পারেন নি। সুবাস মঞ্চের কাজ তাড়াতাড়ি শুরু করে শেষ না করার জন্য রাজ্য সরকারকে দায়ী দিয়েছেন সিপিএম জেলা নেতা সপন গুহ নিয়োগীও।