অবতক খবর,২৫ ডিসেম্বর: যে যত চুরি, দুর্নীতি করতে পারবে সেই তৃণমূলের নেতা হবে আজকের দিনে। বুধবার সকালে নৈহাটি আনন্দবাজারে সুশাসন দিবসে প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন পালনের অনুষ্ঠানে বললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র। তিনি বলেন, অটলজীর দূরদর্শিতায় দেশ আজ এগিয়েছে।

উনি যোগ্য নেতা। ওনার মতো ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিকে বিশ্বের দরবারে সমাদৃত করেছে। পাশাপাশি এদিন রূপক মিত্র এই রাজ্যের সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে বলেন বর্তমানে রাজ্য সরকার সার্কাসের সরকারে পরিণত হয়েছে।