অবতক খবর,১৯ ডিসেম্বর: অঞ্চল সম্মেলন থেকে নবনির্বাচিত বুথ সভাপতিদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক হামিদুল রহমান । বুধবার চোপড়ার মাঝিয়ালী হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সহ দলের ব্লক সভাপতি প্রিতি রঞ্জন ঘোষ মহিলা সংগঠনের ব্লক সভাপতি আসমা তারা বেগম ব্লক চেয়ারম্যান তাহের আহমেদ সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব ।
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিধায়ক হামিদুল রহমান বলেন, আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি কোন বুথ থেকে ভোট লিড কম হয় সেক্ষেত্রে সেই বুথের নেতৃত্বদের দল থেকে বহিষ্কার করা হবে । সম্মেলন থেকে ৩৪ টি বুথের নতুন বুথ সভাপতির নাম ঘোষণা করা হয় । পাশাপাশি তাদের দলীয়ভাবে শপথ বাক্য পাঠ করানো হয় । এদিনের সম্মেলনে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ।