অবতক খবর,২৫ জানুয়ারিঃ ২৫ শে জানুয়ারি বুধবার “অঞ্চলে এক দিন ” উৎসবের সূচনা হয়ে গেল বীরভূম জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে। আর কয়েক মাস পরেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তোড়জোড় শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। পিছিয়ে নেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ২৫ শে জানুয়ারি বুধবার বীরভূম জেলার বিভিন্ন জায়গা পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। এদিন দেখা যায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক গোহালিয়ার গ্রাম পঞ্চায়েতের তীর্থক্ষেত্র বক্রেশ্বর পরিদর্শনে আসেন। সর্ব প্রথমে বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে নিজের যাত্রা শুরু করেন।
এরই পাশাপাশি এইদিন সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিকাশ রায় চৌধুরীর তিলপাড়া গ্রাম পঞ্চায়েত সিউড়ি ১ নাম্বার ব্লক পরিদর্শন করবেন।
অন্যদিকে, লাভপুর বিধানসভা কেন্দ্রের মন্ত্রী অভিজিৎ সিনহা লাভপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েত লাভপুর ব্লক পরিদর্শন করবেন।