অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   অজ্ঞাত পরিচিত এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মঙ্গলবার রামগঞ্জ সংলগ্ন মানিকপুর এলাকায় একটি জলাশয়ে ওই মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ভাসমান অবস্থায় দূর থেকে মৃতদেহটিকে দেখতে পান তারা। তবে সেটি পুরুষ না মহিলা এবং বয়স কত তা পরিস্কার নয়। এটি কোন আত্মহত্যার ঘটনা নাকি খুন করে তাকে জলে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে জোর পুলিশি তদন্তের দাবি উঠেছে এলাকার বাসিন্দাদের তরফে।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, একটি অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে সেখানে।