সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার ::    কোচবিহার জেলার শীতলকুচি বাজারের দক্ষিণ প্রান্তে,গতকাল বুধবার এক দোকানে ইলেকট্রিক তারের গোলযোগে আগুন লেগে দুটি দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আজ, শীতলকুচি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক হিতেন বর্মন সেই দোকান ও বাড়ি পরিদর্শনে যান। বিধায়কের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী পাল ও শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী বর্মনও ওই পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে উপস্থিত ছিলেন।

 

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ দোকান ও দোকান-মালিকের বাড়ি এবং পরিবারের অবস্থা দেখে বিধায়ক হিতেন বর্মন ওই পরিবারকে বিভিন্ন রকম সহযোগিতার আশ্বাস দেন। এমনকি বিধায়ক, তৎক্ষণাৎ দোকান মালিক মতিচাঁদ প্রসাদের হাতে নগদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা ও একটি পলিথিন দান করেন।

সেখানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং শীতলকুচি বাজার ব্যবসায়ী সমিতিও ওই দোকান মালিককে সহযোগিতার আশ্বাস দেন। শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী বর্মন জানান, ইতিমধ্যে তিনি দোকানদারকে এক বস্তা চাল ও ডাল প্রদান করে দিয়েছেন।