অবতক খবর,৩১ ডিসেম্বরঃ আজ নৈহাটি পৌরসভার আম্রপল্লী মাঠপাড়া এলাকায় সাধক বিপ্লব কুমার ভট্টাচার্যৈর উদ্যোগে অগ্নিশ্বরী মহামায়া রূপায়ণির দ্বিতীয় বার্ষিকী মহা সাড়ম্বরে পালিত হলো। সুদূর কলকাতার টলিউড পাড়ার চলচ্চিত্র শিল্পী গোবিন্দ সাহা থেকে শুরু করে বিশিষ্ট অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
পুজো পাঠের মাধ্যমে ভক্তদের মধ্যে ভোগ বিলি করা হয়। তার পাশাপাশি ৫০ জন দুস্থ পরিবারের হাতে কম্বল বিতরণ করা হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধক বিপ্লব কুমার ভট্টাচার্য জানান মা অগ্নিশ্বরি মহামায়ার কাছে একটাই প্রার্থনা আগামী দিনের জন্য ভক্তদের পাশে থেকে আশীর্বাদ করেন।