প্রেম ও দেশপ্রেমে প্রভেদ কোথায়? প্রশ্ন তুলে কৈফিয়ত চাইলো আদিবাসী মেয়ে তার বাপের কাছে

দেশপ্রেমের প্রশ্ন

তমাল সাহা

বাপ,পিরেম কাকে বুলে রে?

দিদিটো সি-বার উ পাড়ার বিল্টুদার সঙ্গে পিরেম কইরে পাইলে গেলো।

তু তাকে ধইরে কি পিটাইন পিটাইলি!

পিরেম করলে কি মারতে হয় রে বাপ?

বুল না? তু বুল?

ক্যানে? ইসব বুইলছিস ক্যানে?

উরা দেশকে কুত্তো ভালোবাসে।

দেশপ্রেম! দেশপ্রেম! বুইলে

মোমবাতিটো জ্বালাইছে।

লুক্ষ, লুক্ষ,কুটি কুটি মোমবাতি দেশজুড়ে জ্বইলছেক।

উদের তো কেউ পেটাইছে না রে বাপ!

ই দুটো পিরেম কি আলাদা রে বাপ?

দিদিটো আর বিল্টুদা পিরেম কুইরে একসঙ্গে থাইকবেক বুইলছিল।

আর ই পিরেমে যে জোড় আলগা হইয়ে যায় রে বাপ!

হিন্দু- মুসলমানে দাঙ্গা লাইগ্যে যায় বুঝি!

ই পিরেমে তো কোনো জোড় লাই রে বাপ!

ই বুলে

হিন্দুস্তান জিন্দাবাদ! পাকিস্তান মুর্দাবাদ!

উ বুলে

পাকিস্তান জিন্দাবাদ! হিন্দুস্তান মুর্দাবাদ!

বিল্টুদা আর দিদিটোর পিরেম

মু একবার দেখলম রে বাপ!

বিল্টুদা দিদিটোকে গোপনে

জড়াইয়ে ধইরে চুমু খেইলো।

আর ই দেশপ্রেমে?

হিংসা! রক্ত! খুন! আগুন!

কুনো জড়াজড়ি, কুনো চুমু লাই রে বাপ।

ই দেশপ্রেম লিয়ে মুরা কি কইরবো?

ই দেশপ্রেম লিয়ে মুরা কি

মাইরপিট, দাঙ্গা হাঙ্গামাটো কইরবো!

বাপ! দেশ মানে তো মানুষ?

মানুষ মানে তো দেশ?

মানুষ না থাইকলে দেশের আর কি থাইকে?

ই দুনিয়ায় সবই তো মানুষ!

ই তো মানুষের পারাবার রে বাপ!

চাইর দিকে উথাল পাথাল মানুষ!

ই মাটিতে

ইত্তো রক্ত মানায় লারে বাপ!