অবতক খবর,১৮ সেপ্টেম্বর: কাঁচরাপাড়া ১৩ নং ওয়ার্ড জোড়ামন্দির বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি ফার্ণিচারের দোকান,ইউনিকাপ ফার্ণিচার।

এই ফার্ণিচারের দোকানের মালিক তার দোকানের সামনে পিডব্লিউডি’র জায়গায় ২ ফুট গর্ত করে, জায়গাটি দখল করে বেআইনিভাবে দোকান তৈরি করছেন। আর এই নিয়ে অভিযোগ তুলেছেন আশেপাশের দোকানদার সহ স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, এভাবে পিডব্লিউডির জায়গা দখল করে বেআইনিভাবে দোকান তৈরি করা যায়?

অন্যদিকে এই বিষয়টি নিয়ে ওই ফার্ণিচারের দোকানের মালিকের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন,”আমার দোকানের সামনের এবং পাশের কিছু জায়গা ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবেই জায়গাটি আমার। হতে পারে জমিটি পিডব্লিউডি’র, কিন্তু এই ফাঁকা জায়গায় আমি দোকান করব।”
ঠিক এইরকমই উত্তর দিয়েছেন ওই দোকান মালিক।
এক অদ্ভুত পরিস্থিতি চলছে বীজপুর জুড়ে। এই ফার্ণিচারের দোকান মালিক নিজের জমিতে দোকান করেছেনই, উপরন্তু দখল করতে চাইছেন পিডব্লিউডি’র জমি।

শুধু এই ব্যক্তিই নয় গোটা বীজপুরের একই হাল। ফাঁকা জমি পেলেই সেখানে তৈরি করে দেওয়া হচ্ছে পার্কিংয়ের জায়গা অথবা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি বা দোকান। ‌ নিজের জায়গা তো কেউ এক ইঞ্চি ছাড়ছেই না বরং দখল করে নিচ্ছে আশেপাশের সরকারি জমি।
বীজপুরের সর্বত্র এই অবস্থা চলা সত্ত্বেও নজর নেই প্রশাসনের।