কাঁচরাপাড়ার কাউন্সিলরের বাড়িতেই ডেঙ্গুর আঁতুরঘর,কয়েকমাস আগেই এই কাউন্সিলর ডেঙ্গুর লার্ভা মেলায় হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছিলেন

অবতক খবর,১৫ মার্চঃ গত ১৪ই মার্চ কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলল ডেঙ্গু নিয়ে একটি সার্ভে। এসেছিলেন স্যানিটারি ডিপার্টমেন্টের আধিকারিকরা। সেখানে পৌরসভার পক্ষে উপস্থিত ছিলেন ইও সাহেব,ওয়ার্ড সুপার ভাইজার,ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন তারা।

কিন্তু এই সার্ভেতে ধরা পড়ল অদ্ভুত এক দৃশ্য।
সাধারণত ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গু সম্পর্কে সতর্ক বার্তা দেন।

কিন্তু এই সার্ভেতে ধরা পড়ল এক কাউন্সিলরের খামখেয়ালিপনা। ওই কাউন্সিলরের নিজের বাড়ি থেকেই সবথেকে বেশি ডেঙ্গু লার্ভা মিলেছে।

এই দেখে সুপারভাইজার বলেন, জনপ্রতিনিধিরাই যদি এইরকম খামখেয়ালিপনা দেখান,তাহলে মানুষকে তারা কি বার্তা দেবেন? কিভাবে সতর্ক করবেন? এই নিয়ে এবার সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, কাউন্সিলর নিজের বাড়িকেই ডেঙ্গুর আঁতুরঘর বানিয়েছেন, তিনি আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর প্রচার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য,কয়েক মাস আগেই এই কাউন্সিলর প্রতিবেশীর বাড়িতে ঠাকুরের ঘটে জমা জলে ডেঙ্গুর লার্ভা মেলায় হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছিলেন। এমনকি কাউন্সিলর হাতাহাতিতে পর্যন্ত জড়িয়েছিলেন। থানা-পুলিশ পর্যন্ত হয়। আর এবার তাঁর নিজের বাড়িতেই মিলল ডেঙ্গুর লার্ভা! এবার কি করবেন এই জনপ্রতিনিধি??